শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা! কর্ণর হাতেই বলিউডের নতুন ধমাকা

সারা আলি খান, জাহ্নবী কপূর এবং অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আপাতত মুক্তির অপেক্ষায় কর্ণ প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিয়ো’। তার পরেই মুক্তি পাবে তাঁর আগামী ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

কর্ণ জোহর মানেই ঝাঁ-চকচকে সেট, সুন্দও লোকেশন, সঙ্গে তারকার মেলা। অনেক দিন পরে আবার পরিচালক কর্ণকে ফিরে পাবেন দর্শক। সঙ্গে প্রিয় জুটিকেও। রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট৷ চমক অবশ্য আরও আছে। যাকে বলে ধমাকা! শোনা যাচ্ছে, শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা।

সারা আলি খান, জাহ্নবী কপূর এবং অনন্যা পান্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া, রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে। এর আগে কর্ণের বিভিন্ন ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজলকে।

তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এ ভাবে একসঙ্গে এই প্রথম। এ বিষয়ে এখনও পর্যন্ত কর্ণ বা তাঁর প্রযোজনা সংস্থা থেকে সিলমোহর মেলেনি। সব ঠিক থাকলে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com