রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

এই সরকারের আমলে এমন কোন উন্নয়ন হয়নি, বাকি নেই : বীর বাহাদুর ঊশৈসিং এমপি

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি ॥
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় এরই ধারাবাহিকতায় “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ,অর্থনৈতিক শক্তি,নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (১২ মে) সকালে বান্দরবান নার্সিং কলেজ এর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বান্দরবান নার্সিং কলেজ এর অধ্যক্ষ আলেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।আলোচনার সভার সূচনা বক্তব্যে কলেজের ইনসট্রাক্টর মোঃ নছির উদ্দিন কলেজ প্রতিষ্ঠায় বীর বাহাদুর উশৈসিং এমপি এর বিশেষ অবদানের কথা তুলে ধরেন এছাড়া কলেজে একটি আবাসিক ছাত্র হোস্টেল স্থাপন সহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নার্স বল্লেই চোখের সামনে একজন ভোন বা মায়ের চেহারা ফুটে উঠে।তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েদের কর্মহীনতাকে কর্মে রূপান্তরিত করার জন্যই নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন।এই সরকারের আমলে এমন কোন উন্নয়ন হয়নি বাকি নেই।যে অঞ্চলে বিদ্যুৎ ছিলো না ছেলে মেয়েরা কেরোসিনের কুপির আলো জ্বালিয়ে পড়তো এখন সেখানে বিদ্যুৎ পৌছে গেছে।তিনি বলেনূ প্রত্যন্ত অঞ্চলে কুসংস্কারের বিশ্বাসে অনেকেই চিকিৎসার অভাবে মারা গেছে এখন সেখানে পৌঁছে গেছে চিকিৎসা সেবা।

তিনি বলেন প্রধানমন্ত্রীর সহযোগীয় পার্বত্য বান্দরবানের ৭ টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, কৃষি সহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে এদেশের কল্যান ও উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই।

এসময় তিনি নার্সিং কলেজ এর বিভিন্ন অসুবিধা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ। সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান নার্সিং কলেজের শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ।আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com