মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
অর্থনৈতিক প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে কোনো ধরনের অর্থ নেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এই মুহূর্তে বিদেশি ঋণের কোনো প্রয়োজন নেই।
বুধবার (২০ জুলাই) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
সংবাদমাধ্যমে খবর এসেছে, আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। তাড়া বড় অঙ্কের একটি ঋণের বিষয়ে কথা বলতে পারে বলে খবরে বলা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকের মনে হয়তো সংশয় কাজ করে যে আমরা অনেক কিছু নিয়ে নেব বা চুক্তি করব। এ ধরনের কিছু আমাদের কাছে আসেনি। আমরা এমন কোনো প্রকল্প বা ফান্ডিংয়ে যাব না যেগুলো আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থি হয়।’
আইএমএফ বড় অঙ্কের একটি ঋণের অফার সরকারকে দিয়েছে, এমন কোনো ঋণ নেবেন কি না জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফ থেকে আসেনি। আমরাও আইএমএফকে কোনো ধরনের অর্থ নেওয়ার জন্য প্রস্তাব পাঠাইনি। এগুলো কোনোটাই না জানার বিষয় নয়।’
অর্থমন্ত্রী বলেন, ‘ঋণ আমাদের প্রয়োজন থাকলে নেব। তবে আমাদের এই মুহূর্তে কোনো ঋণের প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে অবশ্যই আমরা নেব। আমরা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো কিছু করব না।’ আইএমএফের একটা পরামর্শক কমিটি বাংলাদেশে আসছে বলে জানান অর্থমন্ত্রী। তারা কী জন্য আসছে সেটি নিয়ে ফরমাল কিছু বলেনি বলেও জানান তিনি।
আইএমএফ মাঝেমধ্যে আসে, দেখাশোনা করে যায়, পরামর্শ থাকলে দিয়ে যায় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের পরামর্শ সরকারের জন্য অনেক ক্ষেত্রে উপকারী হয়। সংস্কারমুখী কিছু প্রজেক্টের কথা বলে থাকে। বাজেটেও অনেক কমিটমেন্ট করেছি, সেগুলো সম্পন্ন করতে পারলে দেশের জন্য ভালো। এসব প্রস্তাব পেলে আমরা অবশ্যই গ্রহণ করব।’