মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবাবগঞ্জের দোহার নবাবগঞ্জ (ডিএন) সরকারী কলেজের প্রায় ১৩শত পরীক্ষার্থী ও অভিভাবকরা। উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরত্বে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এ পরীক্ষা কেন্দ্র চূড়ান্ত করায় বিপাকে অভিভাবকসহ শিক্ষকরাও। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে উপজেলা সদরের আশপাশে পরীক্ষা কেন্দ্র করার দাবী জানায়।
বুধবার (৩০ এপ্রিল) সাড়ে ১২টায় তারা নবাবগঞ্জ উপজেলার সামনে এ মানববন্ধন করে।
দুপুর ১২ টায় দোহার নবাবগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এবারের এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা প্রায় ১ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে মানববন্ধন করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, উপজেলার শেষ প্রান্তে শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রটি করার সিদ্ধান্ত নেয়ায় তাঁদের প্রতি জুলুম ও অবিচার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড কর্তৃক চাপিয়ে দেয়া নির্দেশনা শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়ছে বলে মনে করছে অভিভাবক ও শিক্ষার্থীরা। দ্রæত তাঁরা এ সিদ্ধান্ত পরিবর্তন করে উপজেলা সদরের কাছাকাছি যে কোনো প্রতিষ্ঠানে এইচএসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান।
নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করে
পরীক্ষার্থীরা তাঁদের সমস্যা তুলে ধরে বলেন, কর্তৃপক্ষ পূর্বের ন্যায় নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসেবে দেয়ার জোর দাবী করেন। কেন্দ্র স্থানান্তর না করলে তাঁরা পরীক্ষায় অংশ নিবে না বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
পরীক্ষার্থীর অভিভাবক মো. আসলাম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা বিপাকে পড়ুক এমন কোনো সিদ্ধান্ত সরকার বিবেচনা করবে এমনটাই তাদের আশা। দ্রæত এ সিদ্ধান্ত বাতিল করে নতুন ভেন্যু বা কেন্দ্র স্থাপন করতে হবে।
এ বিষয়ে দোহার নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সদানন্দ মধু বলেন, নতুন কেন্দ্রে পরীক্ষা দেয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপে আছি। তাঁরা কেন্দ্র পরিবর্তনের দাবীতে কর্মসূচী পালন করছে। বিষয়টি আমরা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জানিয়েছি। এছাড়া ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আবেদন করা হয়েছে। শিক্ষার্থীরা মানববন্ধন শেষে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের দাবীতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইউএনও বলেন, আমরা চেষ্টা করছি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি। ডিসি স্যারকে এ বিষয়ে একটি পরিদর্শন প্রতিবেদনও দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দার বলেন, শিকারীপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। এ মুহুর্তে অন্য কিছু করার সুযোগ দেখছি না। এ বছর অন্তত তাঁদের(পরীক্ষার্থীদের) কষ্ট হলেও ওখানেই পরীক্ষা দেয়ার মানসিকতা রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পরীক্ষার্থী মানবিক হৃদয় হোসেন, আমিনুল ইসলাম, বিজ্ঞান শাখার মো. পারভেজ, অন্শো আজাদ, অরিন আক্তার, আতিকুর রহমানসহ অনেকে। এছাড়া মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির ইকবাল প্রমুখ।