মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) রাতে পৌরসভার হেলিপ্যাড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার হায়াৎখা এলাকার রহিম উদ্দিনের পুত্র হানিফ মিয়া (৫৫), আমান মিয়ার পুত্র মুকুল মিয়া (৩৪), ওমালউদ্দিনের পুত্র মজিবর রহমান (৩৮), মোজাম্মেল হকের পুত্র জিয়াউর রহমান (৩৫) ও একাব্বর আলীর পুত্র মিজানুর রহমান (৩০)।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান, আজিজুল হাকিম, এএসআই আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ উলিপুর পৌরসভার হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।