বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি॥
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহবান জানান বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার সকালে রাজবিলা ইউনিয়নের উদালবনিয়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫ কোটি ৯০ লাখ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। পার্বত্য এলাকায়ও ব্যাপক উন্নতি হয়েছে, শান্তি-সম্পৃতি বিরাজ করছে। তাই এ শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জনগণকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামারুজ্জামান, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, পাবর্ত চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবর্ত চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত জানান, প্রকল্পগুলোর মধ্যে ৪ কোটি টাকা ব্যয়ে উদালবনিয়া হতে থংজমা পাড়া যাওয়ার রাস্তা, ৫০ লাখ টাকা ব্যয়ে রাজবিলা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, ১৫ লাখ টাকা ব্যয়ে উদালবনিয়া চাকুরিজীবি কল্যাণ সমবায় সমিতির অফিস ভবন নির্মাণ, ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে উদালবনিয়া বৌদ্ধ বিহারের সীমা ঘর, বৌদ্ধ বিহার ও ১টি জাদি নির্মাণ কাজ।