মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই—ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি:: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

সোমবার (১০ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধু স্বদেশ দিবস উপলক্ষে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ২০২০-২১ শিক্ষাবর্ষের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে কোটি কোটি বই তুলে দিয়ে সরকার যুগান্তকারি দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি উপবৃত্তি প্রদানসহ দেশের সকল জাতিগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যারা সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই মহান কারিগরদেরকে ছাত্র-ছাত্রীদের ব্যাপারে আরও আন্তরিক হতে হবে।

শেখ হাসিনা ইনস্টিটিউটঅব হেলথ টেকনোলজি মাঠে অধ্যক্ষ ডাঃ প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com