সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারের উখিয়ায় ৪, ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এই হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে একইদিন দুপুরে আরেকজন রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের ইমাম হোসেন, ১৭ নম্বর ক্যাম্পের এইচ/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫), মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬), ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭)।

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন-১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮)।

ওসি শামীম হোসেন জানান, মঙ্গলবার রাতে ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক ও ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকায় এপিবিএন ও পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। এ নিয়ে একইদিনে (মঙ্গলবার) রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৪ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com