সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের পেশ বোলার তাসকিন আহেমদ উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন। ক্রিকেটের বিখ্যাত এই সাময়িকীতে বাংলাদেশের তাসকিনই রয়েছেন।
এই দলে ওপেনার হিসেবে রয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার।
লংকান কুশাল মেন্ডিসকে বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। মিডলঅর্ডারে আজমতউল্লাহ ওমরজাই জায়গা করে নিয়েছেন। অন্য দুই মিডলঅর্ডার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড।
দলে স্বীকৃত স্পিনার শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক স্পিনার আফগানিস্তানের এএম গাজানফার।
দলে দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছর শেষে উইকেট ১৪টি।
উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।