বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

ঈদের দিন ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৮২ জন ঢাকা মেডিকেলে ভর্তি, রূপগঞ্জে তিন বন্ধুর মৃত্যু

নিলয় আহমেদ রাফি, স্টাফ রিপোর্টার ।।

ঈদের দিন রাজধানীসহ আশপাশের এলাকায় প্রায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে রূপগঞ্জে
তিন মারা গেছে বলে জানা গেছে।

ঈদুল ফিতরের ছুটিতে বুধবার ১০ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ১১ এপ্রিল রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায় ঈদের দিন বৃহস্পতিবার রাত ৯ টার সময় রূপগঞ্জের সায়েম, সানি, সাহিন তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে নরসিংদী এলাকায় ঘুরতে যায় এসময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সাহেব প্রতাপ পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলের দুই জন ঘটনাস্থলে নিহত হন অন্যজনকে হাসপাতলে নেয়ার পথে মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com