রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের শিয়ালদহ নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে গিয়ে ইরশেদা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে শিশু শায়লা আক্তার।

শুক্রবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া শিয়ালদহ নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে যায় ইরশেদা (১১) ও শায়লা (১২)। অন্য বান্ধবীরা পাড়ে উঠে আসলেও পানির স্রোতে ভেসে যায় ইরশেদা ও শায়লা। স্থানীয় লোকজন ইরশেদার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে শায়লা। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ইরশেদা গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদাপাড়া গ্রামের খোদু আকন্দের মেয়ে ও নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। নিখোঁজ শায়লা একই গ্রামের সানোয়ার হোসেন আকন্দের মেয়ে এবং একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com