শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে পৃথক স্থান থেকে এক গৃহবধূসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলার পলবান্ধা ইউনিয়নের চর বাটিকামারী গ্রামে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অপরদিকে, গতরাতে কুলকান্দি ইউনিয়নের যমুনার দূর্গম চরাঞ্চল জিগাতলা গ্রামের নিজ বাড়ি থেকে খাদিজা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূ খাদিজা বেগম জিগাতলা গ্রামের কাবের উদ্দিনের স্ত্রী।
উদ্ধার করা দুইজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্টের পর তাদের মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।