বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ইসলামপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পুষ্টি মেলা

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মূল্যয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ওয়াল্ড ভিশনের অর্থায়নে, পারি এনজিও সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে পুষ্টি মেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের ফিতা কেটে উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, কৃষি কর্মকর্তা এএলএম রেজওয়ান, মৎস কর্মকর্তা কামরুজ্জামান, ওয়াল্ড ভিশনের এরিয়া ম্যানেজার সজল গোমেজ, পারি এনজিও এরিয়া ম্যানেজার কমল পাল সহ জন প্রতিনিধি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

মেলায় ১০টি স্টল অংশ নেয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com