রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

ইসলামপুরে ছয় ইউপি’র পাঁচটিতেই নৌকার জয়

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে ছয়টি ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ছয়টির মধ্যে পাঁচটি ইউপিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভোটের ফলাফলে উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তারা হলেন- বেলগাছা ইউপিতে আব্দুল মালেক, সাপধরীতে মো. শাহ আলম মন্ডল, নোয়ার পাড়ায় মো. রোমান হাসান, পাথর্শীতে মো. ইফতেখার আলম এবং চিনাডুলি ইউনিয়নে মো. আব্দুস ছালাম। এ উপজেলার কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. মোক্তার হোসেন বলেন, বুধবার ছয়টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার লক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। বলিয়াদহ কেন্দ্রে সাধারণ সদস্য প্রার্থীদের মধ্য হট্রগোল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এছাড়া আর কোন ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com