সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন

ইসলামপুরে ওয়াল্ড ভিশন ও পারি সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে পার্টিসিপেটরী অ্যাকশন ফর রুরাল ইনোভেশন (পারি) সংস্থার উপকারভোগি হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০টি পরিবারের মাঝে বকনা গরু বিতরন করা হয়।

রবিবার (২৭ মার্চ) বিকালে সরকারি বেলগাছা ইউনিয়নের ধনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক উপকারভোগি সদস্যদের মাঝে গরু তুলে দেন।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মাহমুদ, পারি’র ইসলামপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার কমল পাল, বোরহান উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে শিশু কল্যাণ, শিশু পুষ্টি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা, অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি সংস্থা প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com