শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে ওয়াইফাই তারে জড়িয়ে সোহেল (২২) নামে পলিটেকনিক্যাল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার পার্থর্শী ইউনিয়নের পাথর্শী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী কুলকান্দী ইউনিয়ন
আঠিঁয়াবাড়ী গ্রামের শাহ জালালেরর পুত্র এবং দেওয়ানগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানাযায়, সোহেল পাথর্শী ইউনিয়নের পৃর্বপাড়া গ্রামে মামার বাড়িতে থেকে দেওয়ানগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পড়ালেখা করছিল। গতকাল সোমবার দুপুরে থেকে আর বাড়ী ফেরেনি। মঙ্গলবার (২৫অক্টোবর) মামার বাড়ির ছাদে উপর ওয়াই-ফাই তারে জড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত সোহেলের মামা সেলিম মিয়া জানান, ছোট থেকে ভগিনাকে আমি লালন পালন করি। ছাদে উপর পানি জমেছে কি না দেখতে যায় সোহেল। এরপর থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে ছাদে উপর ওয়াই- ফাই তারে জড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখতে পাই।
ইসলামপুর থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুৎ পৃষ্টে মারা গেছে।