সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

ইরাকের আরচারিতে রোমান সানা স্বর্ণপদক পেতে আর একটি জয়

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আজ ৯ মে টুর্নামেন্টের ৩য় দিনে “এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২” এর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশের মো: রোমান সানা ৬-০ সেটে কুয়েতের ‘আলরাশিদী ফয়সেল’ কে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হন।

প্রি-কোয়ার্টার ফাইনালে মো: রোমান সানা ৬-২ সেটে কাজাখস্তানের ‘ম্যাগজানভ ভøাদিস্লাভ’ কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে মো: রোমান সানা ৬-২ সেটে নিজ দেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে মো: রোমান সানা ৬-০ সেটে উজবেকিস্তানের ‘সাদিকভ আমিরখান’ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হন। ১১ মে মো: রোমানা সানা ফাইনালে ভারতের ‘চৌহান মৃণাল’ এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খেলায় বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে পাকিস্তানের ‘তৈয়্যব মুহাম্মদ’ কে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হন। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৭-১ সেটে উজবেকিস্তানের ‘চেন ইয়াও ইউ ’ কে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ২-৬ সেটে নিজ দেশের মো: রোমান সানা’র নিকট পরাজিত হন।

খেলায় বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৬-০ সেটে পাকিস্তানের ‘মুহাম্মদ নোমান সাকিবকে’ পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হন। প্রি-কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৭-৩ সেটে ভারতের ‘সরকার জুয়েলকে’ পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং উজবেকিস্তানের ‘সাদিকভ আমিরখান’ এর সঙ্গে প্রথম পর্যায়ে ৫-৫ সেটে ড্র হয়। পরবর্তীতে উভয়ে ১টি করে তীর ছুড়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এর স্কোর হয় ৮ এবং সাদিকভ আমিরখান এর স্কোর হয় ৯। এক তীরের ফলাফলের ভিত্তিতে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল পরাজিত হন।

৩ সেটেই ধুন্ধুমার লড়াই হলো। আত্মবিশ্বাসী রোমান সানা ঠিকই পেরিয়ে গেলেন সব বাধা। ইরাকের এশিয়া কাপ আরচারির ব্যক্তিগত রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠলেন দেশের এই তারকা আরচার।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের খেলায় বাংলাদেশের শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হন। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় শ্যামলী রায় ১৪০-১৩৩ স্কোরে নিজ দেশের বন্যা আক্তারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে শ্যামলী রায় ১৪৩-১৩৯ স্কোরে ভারতের ‘স্বামী অদিতি গোপীচাঁদকে’ পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হন।

সেমিফাইনালে শ্যামলী রায় ১৪০-১৪৩ স্কোরে ভারতের ‘চৌধুরী সাক্ষী’ এর নিকট পরাজিত হন। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলায় সুমা বিশ্বাস ১৪১-১৩৯ স্কোরে ইরাকের ‘আলমাশহাদানি ফাতিমাহকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে সুমা বিশ্বাস এবং কাজাখস্তানের ‘জেক্সেনবিনোভা আদেল ’ এর মধ্যে ১ম পর্যায়ে ১৪২-৪১২ স্কোরে ড্র হয়। পরবর্তীতে উভয়ে ১টি করে তীর ছুড়ে সুমা বিশ্বাস এর স্কোর হয় ১০ এবং ‘জেক্সেনবিনোভা আদেল’ এর স্কোর হয় ৯।

এক তীরের ফলাফলের ভিত্তিতে সুমা বিশ্বাস সেমিফাইনালে উন্নীত হন। সেমি-ফাইনালে সুমা বিশ্বাস ১৩৭-১৪৬ স্কোরে ভারতের ‘কৌর পারনীত’ এর নিকট পরাজিত হন। আগামীকাল ব্রোঞ্জ মেডেল ম্যাচে শ্যামলী রায় নিজ দেশের সুমা বিশ্বাস এর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ আরচ্যারী দল সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

২০১৫ সালে জাতীয় আরচারির আসর অনুষ্ঠিত হয়নি। হলে হয়তো ওই বছরও সোনা জিততেন সানা! তার আরেকটি কৃতিত্ব হলোÑ ২০১৪ আসরে রোমান ৩৩৫ পয়েন্ট স্কোর করে ভেঙ্গে দেন ইমদাদুল হক মিলনের ২০১০ সালে গড়া ৩৩৩ পয়েন্টের জাতীয় রেকর্ড। তার এই রেকর্ড এখনও অক্ষুণœ। ২০১৩, ২০১৪ এবং ২০১৬ … টানা তিন বছর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতার কৃতিত্ব আছে রোমানের। তার আগে ও পরে এমন কৃতিত্ব আর কোন আরচারের নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com