সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

ইতিহাস গড়লেন ওয়েন কুপার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: নেটফ্লিক্সের মিনিসিরিজ অ্যাডোলেসেন্সে অভিনয়ের জন্য তিনি হয়ে গেলেন সবচেয়ে কনিষ্ঠ পুরুষ এমি জয়ী। মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস গড়লেন ওয়েন কুপার।

এক প্রতিক্রিয়ায় অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, হ্যাঁ, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।’

ওয়েন কুপার জানান, যখন তিনি নাটক শিক্ষা শুরু করেছিলেন, তখন তিনি কল্পনাও করেননি যে, যুক্তরাষ্ট্রে অভিনয় করবেন। এখানে আসা তো দূরের কথা। আমি তিন বছর আগে কিছুই ছিলাম না, এখন এখানে এসেছি।’

এদিকে টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজন ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে আলোচনায় এসেছে আরও কয়েকটি নাম। ‘সেভরেন্স’ সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার জিতেছেন দুটি বড় পুরস্কার।

এছাড়া ‘দ্য পিট’ এবং ‘দ্য স্টুডিও’ প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে।

প্রতি বছরের মতো এবারের এমি অ্যাওয়ার্ডসেও আয়োজন করা হয় বিশেষ স্লাইডশো প্রদর্শনী ‘হু উই লস্ট’, যেখানে গত এক বছরে প্রয়াত বিনোদন জগতের তারকাদের স্মরণ করা হয়।

স্মৃতিচারণে যাদের দেখানো হয় তাদের মধ্যে ছিলেন দ্য কসবি শো-এর অভিনেতা ম্যালকম-জামাল ওয়ার্নার, খ্যাতনামা পরিচালক ডেভিড লিঞ্চ, কিংবদন্তি সংগীতশিল্পী অজি অজবর্ন ও কুইন্সি জোনস, গসিপ গার্ল-এর অভিনেত্রী মিশেল ট্রাখটেনবার্গ এবং অস্কারজয়ী অভিনেত্রী ডেম ম্যাগি স্মিথ।

প্রসঙ্গত, রেড কার্পেটে ঝলমল করেছেন জনপ্রিয় তারকারা- সিডনি সুইনি, পেদ্রো পাসকাল এবং জেনা ওর্তেগা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com