রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আলেকসান্দার

ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আলেকসান্দার

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আলেকসান্দার সরলথ। এমনকি প্রথম ৩০ মিনিটেই একাই চার গোল করে আতলেতিকো মাদ্রিদকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলেই জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার মাদ্রিদের মেত্রোপলিতানোয় রেকর্ড গড়ার পথে সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন সরলথ। এরপর দশম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করার ৬০ সেকেন্ড পর কাছ থেকে বল জালে পাঠিয়ে হাটট্রিক পূরণ করেন নরওয়ের তারকা।

সরলথ ভেঙে দেন লা লিগার ইতিহাসে ৯৬ বছরের পুরোনো রেকর্ড। এর আগে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত ১৯২৯ সালে ১৫ মিনিটে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পর, ১৯৪১ সালে সেটা স্পর্শ করেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস।

ম্যাচের ৩০তম মিনিটে জাভি গালাহর পাস ধরে ডি-বক্সের মধ্য থেকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করলেন বাঁ পায়ের শটে।

দারুণ এই জয়ে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল আতলেতিকো। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

দিয়েগো সিমিওনের দলের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এই দুটি দল একটি করে ম্যাচ কম খেলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com