সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

ইটভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

ইটভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের দাবিতে বিক্ষোভ মিছিল

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি:: শরীয়তপুরে ইটভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে ইটভাটা মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ইটভাটা মালিকরা বলেন, শরীয়তপুরে তারা দীর্ঘ ৪০ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এই শিল্পের সঙ্গে হাজারো শ্রমিকের জীবিকা জড়িত। তারা দাবি করেন, লাইসেন্সবিহীন ইটভাটা সচল রাখা ও নবায়নকৃত লাইসেন্সসহ দ্রুত প্রশাসনিক অনুমোদন দেওয়া জরুরি।

শরীয়তপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খান বলেন, আমরা পরিবেশবান্ধব ঝিকঝাক পদ্ধতিতে ইট উৎপাদন করছি, যা জেলা প্রশাসকও স্বীকৃতি দিয়েছেন। সরকার ব্লক ইট তৈরির নির্দেশনা দিয়েছে, আমরা তা স্বাগত জানাই। তবে আমরা কোটি টাকা বিনিয়োগ করে ইটভাটা চালাচ্ছি, শ্রমিকদের দাদন দিয়ে এনেছি। আমাদের লোন পরিশোধের জন্য অন্তত ৪-৫ বছর সময় প্রয়োজন। তাই প্রশাসনকে অনুরোধ করছি, আপাতত ইটভাটা চালুর অনুমতি দেওয়া হোক।

বিক্ষোভে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com