বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

ইউপি নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বরদাস্ত করা হবেনা- এএসপি অশোক কুমার পাল

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন। লামা উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে লামা উপজেলায়। এই উৎসবমূখর পরিবেশকে যারা নৎসাত করবে তাদের ছাড় দেয়া হবে না। আমরা চাই সকল দলের ও মতের মানুষের সুন্দর অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু এই নির্বাচনে আধিপাত্য বিস্তার ও বিশৃঙ্খলা সৃষ্টিতে “অস্ত্রের ঝনঝনানি বরদাস্ত করা হবেনা”।

তিনি আরো বলেন, নির্বাচনের বিধিনিষেধ সবাইকে মানতে হবে। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিন বহিরাগত কোন মানুষকে নির্বাচনী এলাকায় দেখা গেলে তাদের গ্রেফতার করা হবে। শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট থাকবে। এছাড়া প্রতিটি মানুষ যেন নিজেদের ভোট প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং কেউ যেন কেন্দ্রে প্রভাব বিস্তার না করে আমরা সেদিকে খেয়াল রাখবো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে লামা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এইসব কথা বলে তিনি। শনিবার লামা থানা ভবনের ৩য় তলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। লামা থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত চেয়ারম্যান, মহিলা মেম্বার ও মেম্বার পদপ্রার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়া লামা থানার অধিন সকল ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জ, সাংবাদিক, সকল ইউপি চেয়ারম্যান প্রার্থী, মহিলা মেম্বার ও মেম্বাররা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানের শেষে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এবং “শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন” কম্পোনেন্ট এর আওতায় সহিংসতা সহায়তা কেন্দ্র বিষয়ক তথ্য সরবরাহমূলক প্রচারণাভিযান কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com