রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২১ অপরাহ্ন

আসন্ন দুর্গাপুজা উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বান্দরবানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির ১৯ এর সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, অর্থ সম্পাদক সুমন দাশসহ জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত ও কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যরা।

সভায় দুর্গা পূজা আয়োজক কমিটি জানায়, আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও দেবীর মুখোন্মোচনের মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজোর শুভ উদ্বোধন করার কথা রয়েছে, আর পাঁচদিনব্যাপী বান্দরবান রাজার মাঠে নানা আয়োজনে মহাসমারোহে এই শারদীয় উৎসব উদযাপন হবে।

এসময় সভায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দরা দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পূজামন্ডপে উপস্থিতি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, বান্দরবান সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় ২৭টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে আর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com