মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:: ক্যামন সিরিজের পরবর্তী স্মার্টফোন এক্স ও এক্স প্রো দেশের বাজারে আনছে টেকনো মোবাইল। নতুন স্মার্টফোনের সামনে ২৪ মেগাপিক্সেল ও পেছনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
টেকনো মোবাইলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জানুয়ারিতে ইনফিনিটি ডিসপ্লে ও লো লাইট সেলফি ক্যামেরা ফিচার নিয়ে সর্বশেষ ক্যামন সিরিজের ক্যামন আই স্মার্টফোন বাজারে এসেছিল। এবারে এ সিরিজে যুক্ত হচ্ছে নতুন স্মার্টফোন।
ক্যামন এক্স প্রো স্মার্টফোনে ৬ ইঞ্চি ফুল এইচডি ইনফিনিটি ডিসপ্লে ছাড়াও অক্টাকোর প্রসেসর, চার গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকবে। ক্যামন এক্স ও প্রোর মধ্যে র্যাম ও স্টোরেজে পার্থক্য থাকবে। শিগগিরই নতুন এ স্মার্টফোনের আগাম ফরমাশ নিতে শুরু করবে প্রতিষ্ঠানটি।