বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার শিশু যাত্রীসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সোহাগপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) এবং একই গ্রামের মো. নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহাগপুর বাস স্ট্যান্ডে একটি যাত্রীবাহী সিএনজি দাঁড়ানো ছিল। ঢাকামুখী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন শিশু রয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com