বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

আ’লীগ ও জাপার ইশতেহার খুলনাবাসী প্রত্যাখ্যান করেছে: মুশফিক

খুলনা ব্যুরো:: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার খুলনাবাসী প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, সদ্য বিদায়ী মেয়র তার নির্বাচনী ইশতেহারে খুলনাবাসীকে নতুন কোনো দিক নির্দেশনা দিতে পারেনি। বরং তিনি তার অতীতের ইশতেহার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। গত ৫ বছর উন্নয়নের নামে জনভোগান্তিই ছিল নগরবাসীর দুর্ভোগের অন্যতম কারণ। সাবেক মেয়র তার বিগত নির্বাচন পূর্বে দেওয়া ইশতেহার ঘষে মেজে নতুন শব্দ যোগ করে সেটিকে নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছেন।

অপরদিকে, আশ্রিত বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীও ইশতেহারের নামে কৌতুক সৃষ্টি করেছেন। যা খুলনাবাসী প্রত্যাখ্যান করেছেন।তিনি খুলনাকে বাঁচানোর আহবান জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদানের আহবান জানান। একই সঙ্গে তিনি বলেন, “আমাকে সুযোগ দিন আমি বদলে দেবো।” তিনি বলেন, এবার খুলনাবাসী তাদের প্রতিবাদের প্রতীক টেবিল ঘড়ি বেছে নেবে। আগামী ১২ জুন (সোমবার) সারাদিন ভোট হবে টেবিল প্রতীকের। টেবিল ঘড়ি হলো খুলনাবাসীর পবির্তনের প্রতীক।

গত বৃহস্পতিবার সকালে তিনি নগরীর রূপসা পাইকারী মৎস্য বাজার, নতুন বাজার চর, ১নং কাস্টমস ঘাট, আপার যশোর রোড, ডাকবাংলা, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় একথা বলেন। পরে বিকেলে তিনি নিরালা তাবলীগ মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন। পরে তিনি ১৮, ১৯, ৯ ও ১০ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com