রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি: উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওয়াধীন জেলা পর্যায়ে মহিলাদের ৬মাস ব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত ও সার্ভিসিং সক্রান্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে ২ নং বেড়াডাঙ্গা আরশী মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয় নাহার মঞ্জিল এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি কামরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সমাজ সেবক আলমগীর শেখ তিতু, আরশী মহিলা উন্নয়ন সংস্থার সভা নেত্রী শামসুন্নাহার চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস। এ ৬মাস ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী।প্রশিক্ষক হিসেবে, আরশী মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামিম আহাম্মেদ চৌধুরী। এ প্রশিক্ষণ ৩০ প্রশিক্ষণার্থী প্রতি দিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত