সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২” এ আজ কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস ১৯০-১৭৭ স্কোরে ইরাককে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।
এশিয়া কাপ আরচারিতে একটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার ইরাকের সোলায়মানিয়ায় অনুষ্ঠিত পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশ রুপা জেতে।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমান ফাইনালে ২১৮-২২৪ স্কোরে ভারতের নিকট পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়) ১৫২-১৪১ স্কোরে ইরাককে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ স্কোরে নিজ দেশের সুমা বিশ্বাসকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
আগামীকাল টুর্নামেন্টের শেষ দিন। রিকার্ভ ব্যক্তিগত ও দলগত ইভেন্টের সকল পদক নিষ্পত্তির পাশাপাশি কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ রিকার্ভ ডিভিশনে ৩টি গোল্ড মেডেল ম্যাচে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো যথাক্রমে রিকার্ভ মহিলা দলগত, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ পুরুষ একক ইভেন্ট।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট গোল্ড মেডেল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১:৪ মি:, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ দুপুর ২:২০ মি: এবং রিকার্ভ পুরুষ একক ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ ৪:২০ মি: অনুষ্ঠিত হবে। এছাড়াও রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের বিউটি রায় ও নিজ দেশের দিয়া সিদ্দিক ব্রোঞ্জ মেডেল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ আরচ্যারী দল সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।