শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

আয়ের দিকে বাংলাদেশেও ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক ঝড় তুলে যাচ্ছে বক্স অফিসে। গত ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পায় ‘জাওয়ান’।

গত ২৫ সেপ্টেম্বর সিনেমাটি স্পর্শ করেছে ১০০০ কোটির ক্লাব। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন বলিউড বাদশা। ভারতসহ অন্যান্য দেশের পাশাপাশি এবার বাংলাদেশেও আয়ে ইতিহাস গড়ল শাহরুখের ‘জাওয়ান’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ‘জাওয়ান’ সিনেমাটি প্রায় ১ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা। আর ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অঙ্ক ছুঁয়েছে।

এ বিষয়ে সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, ‘জাওয়ান’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে।

জানা যায়, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে ‘পাঠান’র এই অঙ্কে পৌঁছাতে সময় লেগেছিল ২৭ দিন।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নয়নতারা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জিতা, লেহের খান, সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার প্রমুখ।

উল্লেখ্য, যৌথভাবে ‘জাওয়ান’ সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। মোট ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল জাওয়ান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com