বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

আবার করোনায় আক্রান্ত হলেন মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধিঃ দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তাছাড়া মন্ত্রীর মেয়ে ও সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রী বীর বাহাদুরের ব্যক্তিগত সহকারী সাদেক হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুরসহ পরিবারের সদস্যরা ঢাকায় করোনা পরীক্ষা করালে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে বেইলী রোডস্থ মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জুন প্রথমবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনাজোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে তিনি করোনামুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com