সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

আবারও আইটেম কন্যা উর্বশী!

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশ কিছু আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ফের আইটেম গানে দেখা যাবে তাকে। এবার তার সঙ্গী হবেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি।

টলিউড ডটনেট জানিয়েছে, আখিল আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘এজেন্ট’। জোর গুঞ্জন উড়ছে, এ সিনেমার আইটেম গানে নাচতে দেখা যাবে উর্বশী রাউতেলাকে। সিনেমাটির গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মামুত্তিকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘সিনেমাটির আইটেম গানের পারফরমারদের যে তালিকা পাওয়া যায়, তাতে সবচেয়ে এগিয়ে রয়েছেন উর্বশী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপাতত তারই অপেক্ষা।’ তেলেগু ভাষার স্পাই-থ্রিলার-অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুরেন্দর রেড্ডি। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু করোনা সংকটের কারণে পিছিয়ে যায় এ সিনেমার কাজ। সব জটিলতা কাটিয়ে আগামী ২৮ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com