মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

আপনারা আমার হৃদয়ে,অ্যাডেল

বিনোদন ডেস্ক : ব্রিটিশ গায়িকা অ্যাডেল । বিশ্বব্যাপী তার সংগীতের ভক্ত রয়েছে । গানের মাধ্যমে তার অর্জনের তালিকাও বেশ লম্বা । রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তাও । কিন্তু এবার একটি বিরতিতে যেতে চান তিনি ।

স্কাই নিউজ জানিয়েছে, সংগীত থেকে অনির্দিষ্ট সময়ের বিরতিতে যাচ্ছেন অ্যাডেল । নতুন জীবন উপভোগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি । বিশ্রামের পাশাপাশি পছন্দের শহরে ঘুরে সময় কাটাবেন তিনি । বিরতিতে যাওয়া অ্যাডেল তার শেষ লাইভ কনসার্ট করেছেন জার্মানির মিউনিখে । কনসার্ট শেষ করে মঞ্চ থেকেই অ্যাডেল তার ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘পারফরম্যান্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি । তবে আমি বেশ ভালো করেই করি এটা । শেষ তিন বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি । এতটা কখনো করিনি আর করবও না । তবে আমি সংগীত থেকে বিরতিতে গেলেও আপনারা আমার হৃদয়ে থাকবেন ।’ অ্যাডেল তার সংগীত জীবনে সব অর্জন লাভ করেছেন । তার ঝুলিতে রয়েছে দেড়শটি সম্মানজনক পুরস্কার ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com