বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

আপনাদের এই ভালোবাসা, সমর্থন আমার একমাত্র শক্তি: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি:: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন, নির্বাচন বানচালের অনেক চেষ্টা চলছে, একটি আন্তর্জাতিক চক্র এর সাথে জড়িত।’

শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় আগতদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে জানি, করতে পারি। বিএনপির কোনো দেশপ্রেম বা দায়িত্ববোধ নেই। তাদের আন্দোলন মানেই মানুষ পুড়িয়ে মারা।’

লন্ডন থেকে গুপ্তহত্যার নির্দেশ আসছে এবং হুকুমদাতার বিচার করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের আগে তারা আরও ভয়ংকর হামলা চালাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

টুঙ্গিপাড়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে, তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই সমর্থন আমার একমাত্র শক্তি।’

উল্লেখ্য, দুই দিনের সফরে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সড়ক পথে বরিশাল যান শেখ হাসিনা। বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগদান শেষে সন্ধ্যায় নিজের পিতৃভূমিতে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নির্বাচনী এ সফরে শেখ হাসিনার সঙ্গে আছে তার ছোট বোন শেখ রেহানা।

শুক্রবার (ডিসেম্বর ৩০) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার জনসভা শেষে এবার তিনি মাদারিপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com