সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

আদিতমারী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী যুবলীগ আদিতমারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন রবিউল ইসলাম বাবুল। যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম চানু মৃত্যুতে দীর্ঘদিন থেকে সভাপতির পদ খালি থাকায় ১নং সহ সভাপতি বাবুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

বুধবাী (৯ জুন) দুপুরে লালমনিরহাট আওয়ামী যুবলীগ কার্যালয়ে দলটির গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কমিটির ১নং সহ সভাপতি রবিউল ইসলাম বাবুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ সভাপতি সারাফাত হোসেন পেয়ারা, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খন্দকার মোত্তালেব হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ জুলাই আদিতমারী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম চানু মৃত্যু বরন করলে পদটি শুন্য হয়ে পড়ে। দলের কার্যক্রম চলমান রাখা, গতি বৃদ্ধি ও তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ১নং সহ সভাপতি রবিউল ইসলাম বাবুলকে আদিতমারী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com