বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
হাসিবুর রহমান, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি::
পঞ্চগড়ের আটোয়ারীতে বালিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক মটোরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃতু হয়েছে।
আজ বুধবার (৬ জানুয়ারি) উপজেলার কলেজ মোড়ে এ দূর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া সেনপাড়া গ্রামের ভোলানাথ সেনের ছেলে জীবন সেন মোটরসাইকেল যোগে আটোয়ারী ফকিরগঞ্জ বাজারে আসার সময় মির্জাপুর হতে রুহিয়া গামী বালি ভর্তি একটি ট্রাক্টর টাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্য ঘটে। লোকজন দৌড়ে আসলে ট্রাক্টর চালক ও সহকারীরা ট্রাক্টর রেখে পালিয়ে যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে তবে ট্রাক্টরের মালিকের নাম জানা যায়নি। নিহতের পরিবার মর্মান্তিক এ দূর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তি দাবী করেন। এ ব্যাপরে রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাহেদ বলেন যত দূর্ঘটনার মূল কারন এসকল অবৈধ যানবাহন ট্রাক্টর, পাগলু, থ্রীহুইলার। যাদের নেই কোন রোড পারমেশন বা ড্রাইভিং লাইসেন্স। এদের বিরুদ্ধে প্রশাসনের কোঠর হওয়া উচিত।