রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার ॥ আজ শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ৫ দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
ভারতে চলমান সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালের দিকে বাংলাদেশ। মালদ্বীপের সঙ্গে আজ ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজ জিতলেই ফাইনাল নিশ্চিত বাংলাদেশ। ‘সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া, আমরা যেভাবে চেয়েছিলাম শুরুটা সেভাবেই করতে পেরেছি। আমাদের লক্ষ্যই ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। দুই ম্যাচে দুই জয়।
আমাদের ৬ পয়েন্ট। আমাদের মূল উদ্দ্যেশ্যই ফাইনাল খেলা। আল্লাহর রহমতে আমরা যদি এই ম্যাচটা জিতে মাঠ ছাড়তে পারি তাহলে ফাইনালে যেতে পারব ইনশাল্লাহ। দেশবাসীকে বলব সবাই আমাদের জন্য দোয়া চাইবেন। যেন ম্যাচটা আমরা জিততে পারি।’ কথাগুলো তানভীর হোসেনের, যিনি বাংলাদেশ অনুর্ধ-২০ জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে আছে আপাতত দুটি দল। তারা হচ্ছে বাংলাদেশ ও নেপাল। এই দুই দলই খেলেছে দুটি করে ম্যাচ। জয় পেয়েছে দুটিতেই। ৬ পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে আছে নেপাল (+৭)। দুইয়ে থাকা বাংলাদেশেরও সমান ৬ পয়েন্ট (+২)। বাকি তিন দল এখনও পয়েন্টশূন্য (ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)।
তিনে থাকা স্বাগতিক ভারত এক ম্যাচ খেলে পয়েন্টশূন্য। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হেরেছে বাংলাদেশের কাছে। আজ বাংলাদেশের প্রতিপক্ষ যারা, সেই মালদ্বীপও নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। মালদ্বীপ আছে চারে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ এবং পরের ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে।
আপাতদৃষ্টিতে এবারের যুব সাফে নেপাল ও বাংলাদেশকেই ফেবারিট বলা যায়। তবে এখনও কাগজে-কলমে গ্রুপের ৫ দলেরই ফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে আছে! কারণ শীর্ষের এই দুই দল ছাড়াও অন্যদেরও এখনও সুযোগ আছে ৬ পয়েন্ট সংগ্রহ করার। কিন্তু আজ বাংলাদেশ-মালদ্বীপ এবং ভারত শ্রীলঙ্কা ম্যাচের পর বদলে যাবে সব হিসাব-নিকাশ।
আজ শুক্রবার ২৯ জুলাই জিতলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আমাদের ম্যাচের আগে ভারত শ্রীলঙ্কার ম্যাচ আছে। তার ওপর নির্ভর করবে পরবর্তী খেলার কি অবস্থা হবে এবং ফাইনালে কিভাবে যাব।’ বিজন আরও যোগ করেন, ‘দলের সব ফুটবলার সুস্থ আছে। বিকেল ৫টায় মাঠে অনুশীলন করবে। আপনারা সবাই দোয়া চাইবেন আমরা যেন চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো নিজেদের দেশে ফিরতে পারি।’
ভারতের বিপক্ষে জয়ের পর স্মলি বলেছেন, ‘এখানে আসার আগে আমরা প্রতিপক্ষে নিয়ে নিয়ে গবেষণা করেছি। ওদের নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমার মনে হয়, সব বিভাগেই আমাদের যথেষ্ট গভীরতা রয়েছে। একদিন পরপর ম্যাচ খেলা আমি মনে করি খুব, খুব কঠিন। মালদ্বীপ ম্যাচের আগে ছেলেদের বিশ্রামের সুযোগ দিতে হবে। আশা করি সব পরিকল্পনা মতোই এগুবে। ইনশাল্লাহ আমরা ফাইনালে খেলবো।’