শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

আজীবন সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন-রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক:: ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর আসরে আজীবন সম্মাননা পেলেন দেশের জীবন্ত দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছিল এবারের আসর।

অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে উত্তরীয় পরিয়ে দেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। দুই শিল্পীর হাতে পদক তুলে দেন সংগীত ব্যক্তিত্ব ফেরদৌসী রহমান।

দুই কণ্ঠশিল্পীর মধ্যে সাবিনা ইয়াসমিন দেশাত্মবোধক থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসংগীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানা আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অসংখ্য শ্রোতপ্রিয় গানে তিনি কণ্ঠ দিয়েছেন।

এই শিল্পী এর আগে রেকর্ড ১৪টি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ও ছয়টি ‘বাচসাস’ পুরস্কার পেয়েছেন। এছাড়া ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ এবং ১৯৯৬ সালে পান সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’।

অন্যদিকে, রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দুসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। সংগীতে বিশেষ অবদান রাখায় সাবিনা ইয়াসমিনের মতো তিনিও পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’।

রুনা লায়লা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন সাত বার। ২০১৬ সালে জিতেছেন জয়া আলোকিত নারী সম্মাননা। এছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার, সংগীত মহাসম্মান পুরস্কার, তুমি অনন্যা সম্মাননা এবং দাদা সাহেব ফালকে সম্মাননা। পাকিস্তান থেকে পেয়েছেন নিগার পুরস্কার, ক্রিটিক্স পুরস্কার, দুই বার গ্রাজ্যুয়েট পুরস্কার এবং জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক।

এবার অনুষ্ঠিত হলো ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর ২৩তম আসর। উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় দুই নায়ক রিয়াজ এবং ফেরদৌস। পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে সেখানে বসেছিল তারার মেলা। অনুষ্ঠানের শুরুতে গত দুই বছরে করোনায় মারা যাওয়া মিডিয়া ব্যক্তিত্বদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পরে ফেরদৌস ও নুসরাত ফারিয়ার পারফরম্যান্সের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে আজীবন সম্মননা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার প্রদান পর্ব। করোনার কারণে গত দুই বছর বসেনি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর আসর। এবার তাই অনুষ্ঠানকে অন্যান্য বারের তুলনায় বেশি জাঁকজমক করে ‍তুলেছিলেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com