রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

আগামীকাল দাবা অলিম্পিয়াডে ভারতের তামিলনাড়ুতে যাচ্ছেন দাবাড়ুরা

বাংলাদেশ জাতীয় দাবা দলে এই প্রথম বাবা-ছেলে!

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ভারতের তামিলনাড়– রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরাম শহরে ২৯ জুলাই থেকে ৯ আগষ্ট অনুষ্ঠিত হবে ৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। ওই টুর্নামেন্টে অংশ নিতে ১৭ সদস্যের বাংলাদেশ দল আগামীকাল মঙ্গলবার রওয়ানা হচ্ছেন। এবারে বাংলাদেশের লক্ষ্য ৪০ এর মধ্যে থাকা। যেখানে অংশ নিচ্ছে ১৮৮টি দল। অংশ নেওয়া দাবাড়ুরা হলেন- ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজীব, জিয়াউর রহমান, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং মহিলা বিভাগে ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, ফিদে মাস্টার শামীমা শারমীন, মহিলা মাস্টার নাজরানা খান ইভা, নোশিন আঞ্জুম ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার।

গ্র্যান্ড মাস্টার জিয়া বলেন, ‘এখন আর সরাসরি গ্র্যান্ডমাস্টারের নর্ম দেয় না আন্তর্জাতিক দাবা ফেডারেশন (ফিদে)। তাই অলিম্পিয়াডে সম্ভাবনা থাকলেও তাহসিনের লক্ষ্য আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা।’ তবে তাহসিনের কাছে বাবাই আইকন এবং হিরো, ‘আমার আইকন আবার বাবা। উনার হাত ধরেই আমি আজ এই জায়গায়।

এটা স্বপ্নের মতো যে, বাবার সঙ্গে আমি খেলতে যাচ্ছি অলিম্পিয়াডে।’ এ সময় ফেডারেশনের সহসভাপতি কেএম শহিদুল্যা ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম উপস্থিত ছিলেন। দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীবের কাছেই বাকিরা প্রশিক্ষণ নিয়েছেন। অলিম্পিয়াডের আগে বিদেশি কোচ কেন আনা হলো না? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তোপের মুখে পড়েন ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও হেড অব ডেলিগেট ড. শোয়েব রিয়াজ আলম।

তার কথা, ‘যারা প্রশ্ন করছেন, তারা টাকা দেন। দেখেন আমি রাশিয়া থেকে পাঁচজন গ্র্যান্ডমাস্টার এনে প্রশিক্ষণ দেবো।’ তার এমন কথায় উত্তেজিত হয়ে উঠেন মিডিয়া কর্মীরা, ‘অর্থ আমরা কেন দিতে যাবো? সংগঠকতো আপনারা। কিভাবে দাবার উন্নয়ন হবে, তা আপনারাই ভাল বুঝবেন।’ উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ফিদে মাস্টার শামীমা শারমিন, নোশিন আঞ্জুম, উম্মে তাসলিমা এবং মহিলা মাস্টার নাজরানা খানও যাচ্ছেন দলের সঙ্গে। বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট পদে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শ্রীলঙ্কা। বাবা হলেন জিয়াউর রহমান। তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com