সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে রাণীশংকৈলে জেলা ইজতেমা সম্পন্ন

sdr

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাবলীগ জামাতের ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা আজ শনিবার সম্পন্ন হয়েছে। ২২,২৩,২৪ আগষ্ট তাবলীগ জামাতের অতিথি মুরব্বিরা বয়ান করেন ইজতেমা ময়দানে।

আখেরী মুনাজাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঢাকা শূরা কাকলাইল মসজিদের হযরত মাওলানা মোশারফ হোসেন। মুনাজাতে অংশ গ্রহন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক সহ লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর তরিকা মোতাবেক চলা ও নিজের জীবনের গুনাহ সমূহ আল্লাহর কাছে মাফ চেয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় ইজতেমার বাইরে যারা মানব বন্ধন, মিছিল,মিটিং করেছেন তারা ফেতনা সৃষ্ঠি কারি তাদের যেন আল্লাহ হেদায়েত করেন।

এ প্রসঙ্গে তাবলীগ জামাতের জেলা আমির ইউনুস আলী বলেন, ইজতেমা মাঠে ব্যাপক মানুষের সমাগম হয়েছিল। আল্লাহর রাস্তায় দিনের খেজমত করার জন্য তাসকিলের জামাত ১৬টি জামাত ১ চিল্লা, ১টি জামাত ৩ চিল্লা, ২টি জামাত বিশ্ব মার্কাজ হযরত নিয়াম উদ্দীন ভারত সফর করবেন। ইজতেমা ময়দানে কথা হয় ১২০ বছর বয়সী বালিয়াডাঙ্গী উপজেলার এক মুরব্বির সাথে তিনি বলেন এরকম জেলা ইজতেমা প্রতিবছর হলে এলাকার অনেক মানুষ হেদায়েত হবে এবং আল্লাহর রাস্তায় সময় দিবে।

উল্লেখ্য, এদিকে মাওলানা সা’দ কান্ধলবী পন্থিরা ইজতেমার আয়োজন করলে অপর একটি গ্রুপ জেলা ইজতেমা ঠেকাতে ঠাকুরগাঁও জেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদির ব্যানারে গতকাল মঙ্গলবার মানব বন্ধন করেছে জুবায়ের পন্থিরা। পুলিশ প্রশাসন ইজতেমা সফল করতে নিরাপত্তা জোরদার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com