সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। মূলত ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফায়ার দেখতে যাওয়ার পথে বাংলাদেশে এসেছেন তিনি।
রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সরাসরি হোটেলে গেছেন বার্কলে।
স্বয়ং বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসি প্রধানের হঠাৎ বাংলাদেশে আসার সুনির্দিষ্ট কোন কারণ নেই। অনির্ধারিত সফর, তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধাণ কর্তাব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কোন আলোচনা বা এজেন্ডাও নেই।
আইসিসি সভাপতির আসার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও ঢাকায় নেমেই সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। সেখান থেকে ফিরেই ব্যস্ত সময় শুরু হয়ে যাবে আইসিসি চেয়ারম্যানের। বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ মে সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের প্রথম দিনের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে মার্কলে। সেখানকার সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন তিনি।
এরপর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে তিনি চলে যাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে তিনি স্টেডিয়াম ছাড়াও সেখানকার অন্যান্য সব সুযোগ সুবিধাও পরিদর্শন করবেন।
২০২০ সালে শশাঙ্ক মনোহরের পর অন্তর্র্বতীকালীন দায়িত্ব নেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ড প্রধান ইমরান খাজা। এরপরই দায়িত্ব পান নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।
এরপর আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের ৬০ বছর বয়সী গ্রেগ বার্কলে। আগামী ২৪ মে সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে আইসিসি প্রধান। যেখানে আইপিএল প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ দেখার কথা রয়েছে তার।