রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ গত বছর মে মাসের সেরার স্বীকৃতি পেয়েছিলেন মুশফিক। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ১-০’ ব্যবধানে বাংলাদেশ সিরিজ হারলেও দুর্দান্ত ব্যাটিং করেন মুশফিকুর রহিম। হাঁকান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।
চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকায় প্রথম ইনিংসে খেলেন অপরাজিত ১৭৫ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ২৩। ফলে আইসিসির মে মাসের সেরার দৌড়ে নাম লিখিয়েছেন লিটল মুশি। সিরিজে ব্যাটে-বলে যে দুই লঙ্কান বাংলাদেশকে বিধ্বস্ত করেছেন, সেই এ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৪৪ রান) আর আসিথা ফার্নান্দোর (১৩ উইকেট) সঙ্গে লড়তে হবে। ফর্মের ফেরা সিরিজটা মুশফিকের জন্য ছিল অবিস্মরণীয়।
দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান সংগ্রাহক তিনি। চট্টগ্রামে সেঞ্চুরির পথে প্রথম বাংলাদেশী হিসেবে পা রাখেন ৫ হাজারি ক্লাবে। তার দৃঢ়চেতা ব্যাটিংয়ে ৬৮ রানের লিড পাওয়া দল শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে। ঢাকায় দ্বিতীয় সেঞ্চুরিটা আসে আরও কঠিন পরিস্থিতিতে।
বাংলাদেশের ৫ উইকেট পড়ে ২৫ রানে! দলের সংগ্রহ তখন ৫০ হওয়া নিয়ে সংশয়। কিন্তু মুশফিক দাঁড়িয়ে যান দেয়াল হয়ে। সঙ্গী হিসেবে পান লিটন দাসকে। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে যোগ করেন রেকর্ড ২৭২ রান।
অপরপ্রান্তে সবাই আউট হয়ে গেলে দুর্ভাগ্যবশত মুশফিককে থামতে হয় অপরাজিত ১৭৫ রানে। দ্বিতীয় ইনিংসে (১৬৯/১০) ব্যাটসম্যানদের আত্মাহুতির কারণে শেষ পর্যন্ত যদিও ম্যাচ এবং সিরিজ দুটোই খোয়াতে হয়। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় আট ধাপ এগিয়ে উঠে আসেন ১৭ নম্বরে।