সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অজি বোলারদের চোখ রাঙিয়ে ৫ উইকেটে তুলেছে ৩১১ রান। লক্ষনৌর ভারত রত্ন স্টেডিয়ামে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সমান রান করতে পারেনি কেউ। আগের সর্বোচ্চ ২৫৩ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। এই রেকর্ড সংগ্রহ গড়তে শতকের দেখা পেয়েছেন ডি কক।
এর আগে দুই-দুটো বিশ্বকাপ খেললেও শতক পাওয়া হয়নি কুইন্টন ডি ককের। এবারের আসরে আক্ষেপটা বেশ ভালোভাবেই মেটাচ্ছেন এই প্রোটিয়া ব্যাটার। টানা দুই শতক তুলে নিয়েছেন ডি কক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলার পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলেছেন ১০৬ বলে ১০৯ রান।
ডি কক ও টেম্বা বাভুমার উদ্বোধনী জুটিতেই আসে শতাধিক রান। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভার প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। ৫৫ বলে ৩৫ করে ফেরেন বাভুমা। ম্যাক্সওয়েলের শিকার হন তিনি। ফিরতে পারতেন অবশ্য অনেক আগেই, তবে একাধিকবার সুযোগ পান এই ব্যাটার। যদিও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি।
ভেন ডার ডুসেনকে নিয়ে আরো ৫০ রান যোগ করেন ডি কক। জাম্পার শিকার হয়ে ডুসেন ফেরেন ৩০ বলে ২৬ করে। এরপর আবারো জমে উঠে ডি কক-মার্করাম জুটি। তবে আজ আর বড় হয়নি, আগেই বিদায় নেন ডি কক। ম্যাক্সওয়েলের দ্বিতীয় শিকার হবার আগে বিশ্বকাপে দ্বিতীয় ও ক্যারিয়ারের ১৯তম শতক তুলে নেন তিনি।
পরের ৫০ বলে ৬৬ রান যোগ হয় মার্করাম ও ক্লাসেনের ব্যাটে। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস উপহার দিয়ে ফেরেন মার্করাম। দ্রুত ফেরেন ক্লাসেনও। ২৭ বলে ৩০ করেন তিনি। ৪৪.১ ওভারে ২৬৭ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর মার্কো জানসেনের ২৩ বলে ২৬ ও ডেভিড মিলারের ১৩ বলে ১৭ রানে সৌজন্যে ৩০০ পেরোয় প্রোটিয়াদের ইনিংস।
রান আরো বাড়তে পারতো, তবে শেষ দিকে ব্যাটে বলে মেলাতে পারেননি এই দু’জন। শেষ ৪২ বলে এসেছে মাত্র ৪৮ রান! যাহোক, নির্ধারিত এভার শেষে স্কোরবোর্ডে আসে ৭ উইকেটে ৩১১ রান।। ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক নেন জোড়া উইকেট।