শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুেশর কন্ঠ : অস্ট্রেলিয়ার শুরুটা কিছুটা খারাপ হলেও শেষদিকে এসে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিংয়ের ব্যাটিং এর নৈপুণ্যে দুইশ রানের বেশি সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ব্যাট হাতে নিয়ে বেশি কিছু করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। কেবল নিগার সুলতানা জ্যোতি কিছুক্ষণ লড়ে গেলেও ১১৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।
বৃহস্পতিবার (২১ মার্চ) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন তারকা স্পিনার নাহিদা আক্তার।
তিনি বলেন, পার্থক্য যদি বলি বোলিং একটু খারাপ হয়েছে। (আমরা) এর চেয়ে ভালো করতে পারি। ব্যাটিংয়ে ২-৩টা রান আউট হওয়াতে পিছিয়ে গিয়েছিলাম। (এমনটা) হতেই পারে, এটা ক্রিকেটের পার্ট। কখনও ভালো হবে, আবার খারাপ হবে। মাঝে ওরা সেট হয়ে গিয়েছিল, জুটি হয়ে গিয়েছিল, সেটা আগে ভাঙতে পারলে চিত্রটা আলাদা হতো।
নাহিদা আক্তার আরও বলেন, ‘(অস্ট্রেলিয়ার) অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম। এ কারণে সহজে খেলতে পারছিল। অতি আত্মবিশ্বাসী হইনি। অবশ্যই তারা অভিজ্ঞ বলেই খেলতে পেরেছে। এটা মনে হয়নি কখনোই মানসিক দিক দিয়ে পিছিয়ে আছি।’
প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও পরবর্তীতে ভালো করার প্রত্যাশা জানিয়ে নাহিদা বলেন, নিজেদের ঘাটতি নিয়ে আলোচনা ও কাজ করব। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে (চেষ্টা করব)।
উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা। রান তাড়ায় নেমে ৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।