শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার নারী দল। সিরিজের প্রথম ওয়ানডেতে হারের তিক্ত স্বাদ পেলো বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে ৩৬ ওভারে মাত্র ৯৫ রান করতেই সব কয়টি উইকেট হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের হয়ে আজ ওপনিংয়ে নামেন ফারজানা হক পিংকি ও সোবহানা মোশতারি। তবে মাত্র ১ রানেই ভেঙে যায় এই জুটি। ২ বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান ফারজানা হক পিংকি।
১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সোবহানা মোশতারি ও মুর্শিদা খাতুন। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি অ্যাশলি গার্ডনার। অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মুর্শিদা খাতুন। তার বিদায়ে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
২১ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তুলেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোশতারি। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ৭০ রানে সোবহানা মোশতারির বিদায়ে ৪৯ রানে ভেঙে যায় এই জুটি। সোবহানা মোশতারি আউট হওয়ার আগে করেন ৩৮ বলে ১৭ রান।
৭১ থেকে ৮৩ রানের মধ্যে ৩ রান আউটে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। তিনটি রান আউটেই দায় আছে অধিনায়ক নিগার সুলতানার। প্রথমে লিচফিল্ডের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফাহিমা (১)। দুই রান যোগ হতেই মুনির সরাসরি থ্রোয়ে সাজঘরে ফেরেন রিতু মনি (১)। সবশেষে ৮৩ রানের মাথায় দৃষ্টিকটুভাবে রান আউট হন অধিনায়ক নিগার সুলতানা। ব্যক্তিগত ২৭ রানের মাথায় তিনি খুবই আয়েশি ভঙ্গিতে ক্রিজে ফিরছিলেন সাদারল্যান্ডের থ্রো ধরে উইকেট ভাঙতে দেরি করেননি হিলি।
অধিনায়কের বিদায়ের পর আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। স্বর্ণা ৬, রাবেয়া ৫, নসুলতানা ২ ও মারুফা রানের খাতাই খুলতে পারেননি। নাহিদা ৩ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে গার্ডনার ৫ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। কিম গার্থ ২ উইকেট শিকার করেন। এছাড়া মেগান শ্চুট ও আলানা কিং ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নেমে ১৪৬ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া সাদারল্যান্ড ও আলানা কিংয়ের ব্যাটে ভর করে ২১৩ রান করে। সাদারল্যান্ড সর্বোচ্চ ৭৬ বলে ৫৮ রান করেন। কিং ৩১ বলে করেন ৪৬ রান। এর মধ্যে শেষ ওভারে ফাহিমার বলেই ২৯ রান তোলেন তিনি।
বাংলাদেশের পক্ষে নাহিদা ও সুলতানা ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া মারুফা, ফাহিমা ও স্বর্ণা ১টি করে উইকেট শিকার করেন।