বুধবার, ৩০ Jul ২০২৫, ১০:১১ অপরাহ্ন

অল্পে রক্ষা পেলেন নভোএয়ারের ৬৭ যাত্রী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এয়ারবাসের সামনের চাকা ফেটে হয়ে যায়। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের এই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পান ওই ফ্লাইটের ৬৭ জন যাত্রী।

জানা গেছে, এ ঘটনায় এয়ারবাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিকল হয়ে রানওয়েতে অবস্থান করায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়।

এদিকে হঠাৎ চাকা ফেটে যাওয়া এবং অতর্কিত ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় ঝাঁকুনিতে সিট ও বাংকারের সঙ্গে ধাক্কা খান যাত্রীরা। এসময় আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে অনেকেই আহত হন।

দুর্ঘটনাকবলিত এয়ারবাসের যাত্রী নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু  জানান, নভোএয়ারের ভিকিউ৯৬৭ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৬৭ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা রানওয়ে ছোঁয়া মাত্রই বিকট শব্দে ফেটে যায়। এতে চলন্ত এয়ারবাসের চাকা রানওয়ের কংক্রিটে ঘষা লেগে ধোঁয়ার সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে পাইলট দ্রুত এয়ারবাসটির ইঞ্জিন জরুরি ভিত্তিতে অফ করে দেন। এতে রানওয়েতেই বিকল হয়ে পড়ে এয়ারবাসটি। পুরো এয়ারবাস অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এবড়ো-থেবড়োভাবে এয়ারবাস চলতে থাকায় যাত্রীরা ভয়ে হৈ-হুল্লোড় শুরু করেন। হঠাৎ অস্বাভাবিকভাবে থেমে যাওয়ায় তাদের আতঙ্কের মাত্রা বেড়ে যায় এবং কান্নার রোল পড়ে। পরে গেট খুলে দিলে তড়িঘড়ি করে যাত্রীরা রানওয়েতে নেমেই দৌড়ে ছুটতে থাকেন। এতে অনেকেই হুমড়ি খেয়ে পড়ে আহত হন।

এদিকে এই ঘটনায় এয়ারপোর্ট থেকে কর্মকর্তা-কর্মচারীরাও দ্রুত ছুটে আসেন। তারা আহত যাত্রীদের সেবা দেওয়ার চেষ্টা করেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এয়ারবাসটি।

এ ঘটনায় ঢাকাগামী যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন। নভোএয়ার কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত তাদের যাত্রা কখন সম্ভব হবে- সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই।

সৈয়দপুর আঞ্চলিক বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, এয়ারবাসে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। শুধু চাকা ফেটে গেছে। এটা বড় কোনো সমস্যা নয়। যাত্রীদের প্রয়োজনে এয়ারক্রাফট দিয়ে ঢাকায় পৌঁছানো হবে।
নভোএয়ার কর্তৃপক্ষের স্থানীয় মার্কেটিং অ্যান্ড সেলস্ অফিসার বাপ্পা মুঠোফোনে জানান, সামনের চাকা বাস্ট হওয়ায় এয়ারবাস বিকল হয়েছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবগুলো ফ্লাইট স্থগিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com