সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

অভিনেতা আমিরকে রান্না করে খাওয়াবেন রশিদ খান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আইপিএলের অনুষ্ঠানে তিনি যে স্টুয়াতে আসবেন, তা আগাম জানিয়েছিলেন গণমাধ্যমে। রবিবার স্টুয় এসে বলিউড অভিনেতা আমর খান গল্পে মাতলেন হরভজন সিংহদের সঙ্গে। প্রাক্তন ভারতীয় স্পিনারের থেকে খোঁজ নিলেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পা-্যরে ব্যাপারে। আফগান রিস্টস্পিনার রশিদ খানের সাক্ষাৎকার নিতে গিয়ে তাঁর দেশের সুস্বাদু খাবার চেখে দেখার আমন্ত্রণও পেয়ে গেলেন।

সাক্ষাৎকারে আমির কথা বলতেই রশিদ জানিয়ে দেন, তিনি বলিউড অভিনেতার এক বড় ভক্ত। আফগান স্পিনারকে রসিকতা করেই আমির বলেন, ‘‘শুনলাম তুমি ইদের দিনে গুজরাত টাইটান্স দলকে রান্না করে খাইয়েছ! আমি তোমার হাতের রান্না চেখে দেখতে চাই। মুম্বই এলে আমার বাড়িতে চলে আসবে। আমাকে তখন রান্না করে খাওয়াবে। শুনেছি ভাল রান্না করো। তোমার সঙ্গে দ্বিপ্রাহরিক বা নৈশভোজ সারার ইচ্ছা রইল।’’

যা শুনে রশিদও বলেন, ‘‘আপনার সঙ্গে ব্যক্তিগত ভাবে দেখা করার ইচ্ছা রয়েছে আমার। মুম্বই গেলে আপনার বাড়িতে অবশ্যই যাব। আপনাকে আফগান খানা রান্না করাও শিখিয়ে দেব। আপনার সঙ্গে দ্বিপ্রাহরিক বা নৈশভোজ সারার ব্যাপারটা আমার কাছে খুবই তৃপ্তির বিষয় হবে।’’

এর পরেই আমির ঢুকে পড়েন ক্রিকেটের আলোচনায়। রশিদের কাছে জানতে চান, ফাইনালে রাজস্থান রয়্যালসের ইংরেজ ওপেনার জস বাটলারের জন্য তাঁর রণনীতি কী থাকবে? রশিদ জবাব দেন, ‘‘জস বাটলার বেশ ভাল ব্যাটার। খুব আক্রমণাত্মক। তবে ওর কিছু দুর্বলতা রয়েছে, আমি ওকে সেখানেই বল করে ঘায়েল করতে চাই। ঝুঁকি নিয়ে প্রত্যেক বলে বাটলারকে আক্রমণ করতে চাই। ও চার-ছক্কা মারলেও হতাশ হব না।’’

জরাত টাইটান্স অধিনায়কের বিষয়ে রশিদের কাছে আমিরের পরবর্তী প্রশ্ন ছিল, হার্দিক পা-্য নেতা হিসেবে কেমন? জবাবে রশিদ বলেন, ‘‘এই প্রথম বার আমি আইপিএল ফাইনালে খেলছি এবং প্রথম বার হার্দিকের নেতৃত্বেও। আমাদের অধিনায়ক খুব ঠান্ডা মাথায় দল সামলায়। কঠিন পরিস্থিতি সামলাতে দক্ষ। আর ড্রেসিংরুমের পরিবেশটাও দারুণ রেখেছে।’’ সেখানে না থেমে তিনি আরও যোগ করেন, ‘‘আমাকে যেমন ও বলেই দিয়েছে, তুমি বোলিং বিভাগের মালিক। নিজের মেজাজে বল করে যাও। অধিনায়কের দেওয়া এই আস্থা ও স্বাধীনতায় আমি বেশ ভালই খেলতে পারছি।’’

হার্দিক পা-্যরে সম্পর্কে এর আগে আমির প্রশ্ন করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহের কাছে। কারণ, হরভজন ও হার্দিক দু’জনেই এক সময়ে মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। হরভজন বলেন, ‘‘ওকে মুম্বই ইন্ডিয়ান্সের নেটে নিয়ে এসেছিলেন জন রাইট। শুরুর দিকে নেটে বল করত। কিন্তু বেশ প্রতিভাবান ছিল।

আমরা বলতাম, এই নেট বোলারের ভবিষ্যৎ ভাল। দু’বছর পরে সেই হার্দিককেই দলে নেওয়া হয়। তখন বুঝতে পারি, ও একজন ভাল ব্যাটার যে প্রয়োজন মতো বল করেও সহায়তা করতে পারে।’’ আমিরের মন্তব্য, ‘‘এটা আমরা দেখেছি গত কয়েক বছরে। ’’ আমিরের আক্ষেপ যে, মাঠে বসে এ আর রহমানের গান ও রণবীর সিংহের অনুষ্ঠান দেখতে পেলেন না। আমিরের কথায়, ‘‘মাঠে থাকলে দারুণ লাগত। ’’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com