শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

অবিস্ফোরিত স্থলমাইনসহ বান্দরবান সীমান্তে আটক ১

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী রাজাপালং এলাকা থেকে অবিস্ফোরিত তিনটি স্থলমাইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু-আমতলী লাগোয়া রাজাপালং এলাকা থেকে এই মাইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় আটক করা হয়েছে মো. আমির (১৮) নামে এক যুবককে। তিনি উখিয়া উপজেলার ডেইলপাড়া গ্রামের মেহের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি অবিস্ফোরিত মাইনসহ এক যুবক জিরো পয়েন্ট (৩৯নং পিলার)-এর দিকে যাওয়ার পথে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা ওই যুবককে আটক করে। পরে তার কাছ থেকে তিনটি স্থলমাইন উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বাবুল কান্তি চাকমা জানান, রেজু আমতলী এলাকার পশ্চিমে রাজাপালং এলাকা থেকে তিনটি মাইনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। মাইনগুলো জিরো পয়েন্টে বসানোর জন্য নেওয়া হচ্ছিল বলে এলাকার লোকজনের ধারণা।

এ প্রসঙ্গে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, উখিয়ার রাজাপালং এলাকা থেকে মাইন সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। আটক মো. আমির বহনকারী ছিলেন। জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com