মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

অবশেষে সেতুর স্বপ্ন ফেরীতে পূরন হলো নারায়ণগঞ্জবাসীর!

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ::
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বন্দর-নারায়ণগঞ্জ শহরবাসীর কাঙ্খিত সেতুর স্বপ্ন ফেরীর মাধ্যমে পূরন হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ফেরীর উদ্ধোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এমনটাই জানিয়েছেন সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ’র কর্মকর্তা আলিউল হোসেন।
জানা গেছে, প্রায় দুই যুগ ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহর-বন্দরবাসীকে সেতুর মূলা ঝুলিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছেন। সাধারন মানুষও তাদের কথায় অকৃষ্ট হয়ে বার-বার তাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। কিন্তু কপালে জোটেনি সেই কাঙ্খিত সেতু। গত ৭-৮ মাস পূর্বে নারায়ণগঞ্জের বন্দরের ত্রিবেনী এলাকায় স্থানীয় সংসদ সদস্যের আমন্ত্রনে নাসিম ওসমান মেমোরিয়াল স্কুলের উদ্ধোধন করতে আসেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে এসে জনগনের দাবীর মুখে পরে সেতুমন্ত্রী ১৫দিনের মধ্যে হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে ফেরী চালুর ঘোষনা দেন। একই সাথে ফেরী চালুর বছরখানেক সময়ের মধ্যে একই জায়গায় সেতু নির্মানেরও ঘোষনা দেন তিনি। কিন্তু তার ঘোষনার ৭-৮ মাস পার হলেও যখন ফেরী চালু হয়নি তখন অনেকটা নিরাশা হয়ে পরেন নারায়ণগঞ্জবাসী। এমন সময় অনেকটা হঠাৎ করেই গতকাল দেখা গেল দুটি পল্টন ও দুটি ফেরী এসে ঘাটে ভিরেছে। সেই সাথে জোরে সোরে চলছে শেষ মূহুত্বের কাজ।
খেযাপারে যাতায়াতরত নানা পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন সরকারের এমপিরা ভোটের সময় মানুষের সমর্থন পাওয়ার জন্য সেতু নির্মানের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু নির্বাচিত হবার পর সেতু তৈরির প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন তারা। কিন্তু বর্তমান সংসদ সদস্য একে এম সেলিম ওসমানের অনুরোধে সেতুমন্ত্রী সেই কাঙ্খিত সেতুর স্বপ্ন ফেরীর মাধ্যমে পূরন করেছেন। এতেই আমরা খুশি। আমরা মনে করব সেতুর স্বপ্ন ফেরীর মাধ্যমে পূরন হয়েছে।
এ ব্যপারে নারায়ণগঞ্জ জোনের সওজ ও জনপথের উপ-পরিচালক (এক্সেন) আলিউল হোসেন “দৈনিক আমার বার্তা’কে জানান, সবকিছু ঠিক থাকলে আমরা আগামী বুধবারে নবীগঞ্জ-হাজীগঞ্জ ফেরী ঘাট চালু করতে পারব। আপাতত একটি ফেরী চলার উপযোগী। অপর ফেরীটিতে ইঞ্জিন সেট করা হয়নি। পরবর্তীতে আমরা বড় পরিসরে চালু করব ইনশল্লাহ। উদ্বোধন কে করবেন জানতে চাইলে তিনি বলেন, আপাতত স্থানীয় সংসদ সদস্য একে এম সেলিম ওসমানের কথা থাকলেও মন্ত্রী মহাদয়েরর সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com