শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে যা বল্লেন পরিণীতি চোপড়া

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ ।।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বাইতে অভিনেত্রীকে একটি কালো পোশাকে ইভেন্টে অংশ নিতে দেখা গিয়েছিল। আসন্ন ছবি ‘চমকিলা’ নিয়ে প্রচারে ব্যস্ত পরিণীতি চোপড়া। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই নেটিজেনরা অনুমান করছেন যে অভিনেত্রী সন্তানসম্ভবা।

আর তার পরই সমস্ত গুজবে পানি ঢেলে দিয়ে এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে পরিণীতি চোপড়া তার প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি হাসির একটি ইমোজিসহ লেখেন- ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’

তবে চমকিলার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নয় কেবল, কয়েক সপ্তাহ আগেও রটে গিয়েছিল যে পরিণীতি চোপড়া নাকি গর্ভবতী। এর আগে, হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব চাড্ডাও পরিণীতির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com