রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার:: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে ফলের পুনরাবৃত্তি হলে সিরিজই হাতছাড়া হয়ে যাবে তাদের। তবে বাংলাদেশ দলের চাওয়া দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনা।

শনিবার বিকেল ৩টায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ফিরতে মরিয়া তানজীদ হাসান তামিম বলেন, এখনো আমাদের সিরিজে ফেরার সুযোগ আছে। তিন ম্যাচের সিরিজ, এক ম্যাচ হয়েছে। পরের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি ফিরে আসতে পারি, আমরা ভালোভাবেই সিরিজে থাকব।

প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। লঙ্কান অধিনায়ক সেঞ্চুরি হাঁকালেও আড়াইশ টপকাতে পারেনি শ্রীলঙ্কা। অবশ্য ব্যাট হাতে বাংলাদেশের দারুণ শুরুর পরও এই রান হয়ে গেছে পাহাড়সম। ব্যাটিং ধসে এলোমেলো টাইগার শিবির হারে ৭৭ রানে। রিস্ট স্পিনার হাসারাঙ্গার ঘূর্ণির যেন কোনো জবাব ছিল না।

এই ম্যাচে বাংলাদেশ নামবে হাসারাঙ্গাকে রুখে দেয়ার টোটকা নিয়ে। এমনটাই জানিয়েছেন তানজীদ, প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে।

কেন সেই ব্যাখায় তিনি আরও বলেন, কারণ এই উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।

প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। অসুস্থতায় খেলতে পারেননি রিশাদ হোসেন। এই ম্যাচে একাদশে আসতে পারে বদল। রিশাদ ফিরলে পেসার কমবে নাকি স্পিনার সেটাই দেখার। এ ছাড়া ফর্মহীনতায় থাকা লিটন দাসের পরিবর্তে দেখা যেতে পারে শামীম পাটওয়ারিকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com