বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ বাড়ছে ২৫ বছর

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ।

আজ সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বৈঠকে সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০ বছর বাড়ানোর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে আরও বাড়িয়ে ২৫ বছর করার পরামর্শ দেন। পরে সর্বসম্মতিক্রমে ২৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে নারী সংসদ সদস্যদের মেয়াদ হবে আগামী ২০৪৪ সাল পর্যন্ত।

প্রসঙ্গত, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০১৯ সালের ২৪ জানুয়ারি শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com